জিয়াউল হক জিয়া,চকরিয়াঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন ছাত্র লীগের উদ্যোগে শোকাবহ ১৫ ও বর্বরোচিত গ্রেনেড হামলার ২১ আগস্ট উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ডুলাহাজারা বাজার চত্বরে বিশাল আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ডুলাহাজারা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মোহাম্মদ আনাছ এর সঞ্চালনায়,পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানর কার্যক্রম শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এস এম সাদ্দাম হোসেন।প্রধান বক্তার বক্তব্য রাখেন,জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবু মোঃ মারুফ আদনান।প্রধান আলোচকের বক্তব্য রাখেন,চকরিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ আ'লীগ নেতা কলিম উল্লাহ কলি, উক্ত ইউনিয়ন আ'লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃআব্দুল মন্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক মনছুর আলম,ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম,উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকসহ জেলা,উপজেলা,ইউনিয়ন ছাত্র লীগের দায়িত্বশীল ও ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ছাত্র নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,স্বাধীনতার মহান নায়ক,সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ১৯৭৫ সালে ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করেছিল ঘাতকেরা।ওরা ভেবেছিল তোমাকে হত্যা করলে হয়ে যাবে শেষ,তারা ভাবেনি শেখ মুজিব মানে স্বাধীন বাংলাদেশ।ঠিক অনুরূপভাবে ২০০৭ সালের ২১আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা করে তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে আজ বিশ্বের দরবারে যিনি মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন সেই দেশরত্ম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল ক্ষমতালোভী ঘাতকেরা। তখন যারা ওই হামলায় শহিদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনায় আজকের দোয়া মাফিল,আলোচনা সভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।