চকরিয়া প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে চাঁদাবাজদের আইনের আওতায় আনতে হাজারো নারী-পুরুষের বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে প্রতিবাদীদের হাতে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকাড নিয়ে প্রায় এক ঘণ্টা ধরে কর্মসূচি পালন করে। কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,শ্রমিকলী, নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা বাসস্টেশন চত্বরের মহাসড়কে দুই পাশের প্রায় এক কিলোমিটার জায়গা জুড়ে বিক্ষুদ্ধ নারী-পুরুষ এই কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষুদ্ধদের হাতে থাকা প্লেকার্ডে কয়েকজন চাঁদাবাজের নাম উল্লেখ আছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,ডুলাহাজারা ইউনিয়ন জুড়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে।এরমধ্য একটি কাজ পান যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর।আদর নিজ এলাকার কাজটির মান ও স্থায়িত্ব নিশ্চিত কল্পে কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু সরকারের উন্নয়ন কাজ ব্যাহত করে, দুর্ণাম রটিয়ে বলে বেড়ানোর জন্য উঠেপড়ে লেগেছে স্থানীয় সরকারবিরোধী একটি চক্র।তাদের ইন্ধনে সম্প্রতি একদল চাঁদাবাজ ঠিকাদার থেকে মোটা অংকের চাঁদা দাবি করে। ঠিকাদার চাঁদা না দেওয়ায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচারে নামে।
বক্তারা আরো বলেন, চাঁদাবাজি করতে আসা কয়েকজন চাঁদাবাজ স্থানীয় ক্ষুদ্ধ জনতার রোষাণলে পড়েছিল।এ ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করে চকরিয়া থানায় ঠিকাদার ও যুবলীগ নেতা আদরসহ স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. আজিজুল মান্নান, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ আমান ও কাইছার মোঃবাবুল, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন বাপ্পী, সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, রেজাউল করিম টিটু, মৎস্যজীবী লীগের সদস্য-সচিব শাহ আলম,ডুলাহাজারার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম,মোঃ ইসহাক, ইউনিয়ন পরিষদ সদস্য রফিক উদ্দিন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।