চকরিয়া সংবাদদাতা : কক্সবাজার উত্তর বন-বিভাগের ফাসিয়াঁখালী রেঞ্জের অধীনস্থ ডুলাহাজারা বন-বিটের ৫০ জন ভিলেজারের মধ্যে নিয়মিত দায়িত্ব পালনের ক্ষেত্রে শ্রেষ্ঠ ভিলেজারের পুরস্কার পেলেন ৫জন।গত ১১ নভেম্বর সকাল ৯টায় রেঞ্জ কার্যালয় সংলগ্ন ডুলাহাজারা বিট কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ডুলাহাজারা বিটের ভিলেজারদের মধ্যে পুরস্কার প্রাপ্তরা হলেন, ভিলেজার জাফর আলম বাবুল।তিনি পেলেন নগদ ১হাজার টাকাসহ ১টি টর্চ-লাইট, শাকের উল্লাহ পেলেন ১টি টর্চ-লাইট, আহমদ শফি পেলেন-১টি টর্চ-লাইট, মোঃশফি পেলেন-নগদ ১হাজার টাকা ও আলী আকবর পেলেন-নগদ ১হাজার টাকা।
বিটের হেডম্যান মো.হোসেন বদি ও মোক্তার আহমদ জানান, প্রতি মাসে বিট কার্যালয়ে রেঞ্জ কর্মকর্তার সহযোগিতায় বিট কর্মকর্তার উদ্যোগে শ্রেষ্ঠ ভিলেজার নির্ণয়ের মাধ্যমে পুরস্কার দেওয়া হয়।কারণ যারা ভিলেজার হিসেবে সরকারি বন রক্ষার কাজে অজুহাত বিহীন দায়িত্ব পালন করেন মূলত তাদেরকে পুরস্কার দিয়ে বন রক্ষার কাজে সচেতনতা, উদ্দীপনা বাড়ানোর লক্ষে এ আয়োজন।আমরাসহ ভিলেজারগণ দিনে-রাতে বিট অফিস স্টাফদের সাথে ১৯৫৪/৫৫/৬০/৬৫ সালে রোপিত সংরক্ষিত সেগুন,গর্জন,জাম ও জারাইল গাছ পাহারা দিয়ে থাকি।তাই প্রতি মাসে শ্রেষ্ঠ ভিলেজারের পুরস্কারের মাধ্যমে দায়িত্ব পালনে উৎসাহ উদ্দীপনা বাড়ানোসহ উপদেশমূলক কথাবার্তা হয় বলেও জানান তিনি।