ক্রাইম পেট্রোল ডেস্ক:
জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন কর্মকর্তাকে (উপসচিব) শাস্তি দেয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি।
সোমবার (৩০ সেপ্টেম্বর২০২৪ খ্রি.) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান এ তথ্য জানিয়েছেন।
সিনিয়র সচিব জানান, 'জেলা প্রশাসক(ডিসি) পদে পদায়নের দাবিতে গত ১০ সেপ্টেম্বর সচিবালয়ে দিনভর হট্টগোল করেন উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা। পরে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে ১৭ জন উপসচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে কমিটি।'
গত ৯ ও ১০ সেপ্টেম্বর দু'দফায় দেশের ৫৯ জেলায় নতুন ডিসি নিয়োগ দেয় সরকার। এ পদে নিয়োগ না পেয়ে হট্টগোল করেছেন উপসচিব পর্যায়ের একদল বিক্ষুব্ধ কর্মকর্তা। ১০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব কে এম আলী আযমের কক্ষে হট্টগোল করেন তারা।
জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ছিলেন এসব কর্মকর্তা। অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়েছে। জেলা প্রশাসকের পদ নিয়ে তাদের প্রত্যাশা ছিল। তালিকায় নাম না দেখে হতাশ হয়ে হট্টগোল করেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।