নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় বাড়ির পাশের একটি গাছের ডালে গলায় রশি দিয়ে ফাঁস দেয়া অবস্থায় রফিকুল ইসলাম (৩৫) নামের ৪ সন্তানের এক জনকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত রফিকুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোভানগঞ্জ বালাপাড়া এলাকার চেয়ারম্যান পাড়া গ্রামের মৃত, মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার(১৭নভেম্বর) সকালে বাড়ির পাশের পুকুর ধারের একটি গাছে রফিকুলের ঝুলন্ত লাশ স্বজন ও এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ডিমলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
এ ব্যাপারে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।তবে এ ঘটনায় ইউডি মামলা নং-২৭,তারিখ ১৭/১১/২০১৯ইং দায়ের করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।