প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৭:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৭, ২০২২, ৯:৩০ অপরাহ্ণ
ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক বিষয়ক আলোচনা সভা ও সংবর্ধনা
![]()
সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় শব্দদূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে৷
গত বুধবার ডিমলা উপজেলা পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন নামে একটি সংগঠন উপজেলা পরিষদ হলরুমে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেন।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমালা-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ ও স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ।
সংগঠনটির সভাপতি মহিকুল ইসলামের সভাপতিত্বে ও আসাদুজ্জামান কবীর জুয়েলের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়,ডিমলা থানার ওসি(তদন্ত)বিশ্বদেব রায়,খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।এ ছাড়াও এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার, ঝুনাগাছ চাপানী ইউপি চেয়ারম্যান একরামুল হক চৌধুরী, পূর্বছাতনাই ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম,পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, সাংবাদিক মহিনুল ইসলাম সুজন, জাহাঙ্গীর রেজা,আসাদুজ্জামান পাভেল প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube