ক্রাইম পেট্রোল ডেস্ক : নীলফামারীর ডিমলায় ভারত থেকে অবৈধভাবে চোরাই পথে আসা ৬৭টি ভারতীয় গরুসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
রোববার(১ মার্চ) দুপুরে ডিমলা বাবুরহাটের গরুর হাট ও আশ-পাশের বিভিন্ন এলাকা থেকে ডিমলা থানা পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ৬৭টি ভারতীয় চোরাই গরু আটক করেন।যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৬০লাখ বলে জানা গেছে।এ সময় উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের ছাতনাই গ্রামের আমির হোসেনের ছেলে মোশারফ হোসেন(৩০)ঝাড়শিংহেরচর গ্রামের কুরবান আলীর ছেলে নাজমুল(৩৫)নামের দুইজনকে আটক করা হয়।ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।তবে আমি দিনের বেলা জরুরি কাজে নীলফামারীতে থাকায় বিস্তারিত বলতে পারছিনা,আপনি ওসি তদন্তকে ফোন দিন।
এ ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে ডিমলা থানার ওসি(তদন্ত)সোহেল রানার ব্যবহৃত(০১৭২২২০৮৫১৮)নম্বরে ফোন করা হলেও তিনি তা রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।