প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৪, ২০২২, ১০:০৭ অপরাহ্ণ
ডিমলায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রধানমন্ত্রীর ছবি ভাং’চুরের প্রতিবাদে বি’ক্ষোভ-মানববন্ধন
![]()
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় গত শনিবার রাতে দুর্বৃত্ত কর্তৃক কেন্দ্রীয় শহীদ মিনার,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,ছাত্রলীগ-যুবলীগ অফিসে হা'মলা চালিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,শেখ ফজলুল হক মনির ছবি,মোটরসাইকেল,আসবাবপত্রসহ একটি রেস্টুরেণ্ট ভাং'চুরের প্রতিবাদে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবিতে বি'ক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে আওয়ামী লীগ।
সোমবার(১৩ জুন)দুপুরে আওয়ামী পরিবারের ব্যানারে বিজয় চত্বর থেকে একটি বি'ক্ষোভ মিছিল বের হয়ে সদরের প্রধান প্রধান মোড় প্রদক্ষিণ করে সেখানে ফিরে মানববন্ধনে মিলিত হয়।এতে আওয়ামী লীগ ছাড়াও সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নীরেন্দ্রনাথ রায় নিরু,সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি,বিজয় চত্বর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম সরকার,জাতীয় শ্রমিক লীগের ডিমলা উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম,নীলফামারী জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মাসুম কবীর,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফেরদৌস পারভেজ,উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ও টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ময়নুল হক,উপজেলা তাঁতি লীগের সভাপতি জাহানারা বেগম,জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির কানন,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার প্রমুখ।
বক্তারা এ সময় পুলিশের সামনেই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নি'ন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আ'ন্দোলনের হুঁশিয়ারি দেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube