মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদিকুল ইসলাম(২৫)নামের এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত যুবক উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালিশা চাপানী বুড়ির হাট গ্রামের মহিয়ার রহমানের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,শুক্রবার(১৫মে)সকাল ১০টায় নিজ বাড়ির শয়ন ঘরে পাগলু ফ্যানের সংযোগ লাগাতে গিয়ে যুবক ছাদিকুল বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে তাকে দ্রুত ডিমলা সরকারি হাসপতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি ইউডি মামলা হযেছে।মামলা নং-০৮ তারিখ ১৫/৫/২০২০ইং।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।