সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় বেপরোয়া গতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল বাবু(৫)নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে,রোববার(২মে)দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ সুন্দর খাতা ফরেস্ট সংলগ্ন ডোমার-ডিমলা বাইপাস সড়কে।নিহত শিশু একই উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট রামডাঙ্গা ফরেস্ট পাড়া গ্রামের ভ্যান চালক সুলতান ও গৃহিনী রাবেয়া দম্পতির একমাত্র ছেলে।
প্রত্যেক্ষদর্শীরা জানান,ঘটনার সময় শিশু রাসেল তার মা রাবেয়া বেগমের সাথে ডোমার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।এ সময় উক্ত স্থানে পায়ে হেঁটে রাস্তা পাড়াপাড়ের সময় ডিমলা থেকে ডোমারগামী একটি বেপরোয়া দ্রুতগতির ট্রাক শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই শিশুটির মর্মান্তিক মুত্যু হয়।এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ট্রাকটি দ্রুত পালিয়ে গেলেও আমরা বিভিন্ন সন্ধানের মাধ্যমে ট্রাকটিকে আটকের চেষ্টা করছি।এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে যার মামলা নং-০৯,তারিখ ২/৫/২০২১ইং।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।