
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায় কৃষকের মাঝে ধানকাটার মেশিন বিতরণ করা হয়েছে।বুধবার(৬মে)দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরের জন্য নির্ধারিত উন্নয়ন সহায়তার মাধ্যমে অর্ধেক মূল্যে(৫০%ভর্তুকি)একটি রিপার মেশিন ডিমলা সদর ইউনিয়নের দক্ষিণ তিতপাড়ার মৃত, কমির উদ্দিনের ছেলে আদর্শ কৃষক মোকছেদ আলীর মাঝে বিতরণ করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাগণ।