সুজন মহিনুল, নীলফামারী প্রতিনিধি:।নীলফামারীর ডিমলায় জিতেন্দ্রনাথ রায় চক্রবর্তী ওরফে জিতেন(৪০) নামের এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেপ্তার করেছেন ডিমলা থানা পুলিশ। গ্রেপ্তার জিতেন বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দর খাতা গ্রামের চিত্র রঞ্জন চক্রবর্তীর ছেলে।পেশায় তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী। মঙ্গলবার (২৯ অক্টোবর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার এএসআই রাজু আহমেদ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দরখাতা ঠাকুরের স্কুল(হিন্দু পাড়া)থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার জিতেনের বিরুদ্ধে এস/সি ২০০/২০২২ ধারা এন আই এ্যাক্ট ১৩৮ ধারা এর মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও বাদীকে ৫ লাখ টাকা প্রদানের রায় প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক।সেই থেকে তিনি পলাতক ছিলেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জিতেনকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।