প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১০:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ
ডিমলায় ৭২ বোতল ফে’ন্সিডিলসহ যুবক আটক
সুজন মহিনুল,ক্রাইম রিপোর্টার।।
নীলফামারীর ডিমলায় অভিনব পন্থায় চালসহ বস্তার ভেতরে করে ফে'ন্সিডিল পা'চারের সময় ৭২ বোতল ফে'ন্সিডিলসহ আসাদুল ইসলাম(২১)নামের এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।আটককৃত ওই যুবককে সোমবার(২১শে ফেব্রুয়ারি)দুপুরে আদালতে সোপর্দ করেছে ডিমলা থানা পুলিশ।
জানা যায়,উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পাইকারটারী গ্রামের তবিবুল ইসলামের পুত্র আসাদুল ইসলামসহ দুই ব্যক্তি ঝুনাগাছ চাপানী ইউনিয়ন হতে রবিবার(২০ ফেব্রুয়ারি)সন্ধ্যা প্রায় ছয়টার সময় কাঁচপুর যাওয়ার উদ্দেশ্যে জোসনা পরিবহনের ওই ইউনিয়নের বাস কাউন্টারে একটি চালের বস্তা নিয়ে আসেন।এ সময় বাসের হেলপার বস্তাটি গাড়িতে তুলতে ঠাট্টার ছলে তিনশত টাকা দাবি করলে চালের বস্তাটির মালিক তাতেই রাজি হয়ে দ্রুত বস্তাটি গাড়িতে তুলতে বলেন।এতেই সন্দেহ হয় গাড়ির হেলপারসহ কাউন্টার ম্যানেজার লোকমান ও আব্দুল আজিজের।পরে তারা বস্তাটি খুলে তল্লাশি করলে তাতে চালের সাথে অভিনব পন্থায় লুকানো ফে'ন্সিডিল দেখা মাত্রই যুবক আসাদুলের সাথে থাকা অপর ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।এরপর চালের বস্তায় ফে'ন্সিডিলসহ যুবক আসাদুলকে আটকে রেখে বাস কাউন্টার কর্তৃপক্ষ ও উৎসুক এলাকাবাসী ডিমলা থানা পুলিশকে খবর দিলে ডিমলা থানার ওসি (তদন্ত)বিশ্বদেব রায়ের নেতৃত্বে এসআই আবুল কালামসহ সঙ্গীয়ফোর্স ঘটনাস্থলে পৌঁছে চালের বস্তার ভেতর থেকে ৭২ বোতল ফে'ন্সিডিলসহ ওই যুবককে আটক করেন।
ঝুনাগাছ চাপানী ইউনিয়নের জোসনা ও তাজ পরিবহনের কাউন্টার ম্যানেজার লোকমান জানান,আসাদুলসহ দুই ব্যক্তি রবিবার এখান থেকে কাঁচপুর যাওয়ার জন্য দুটি সিট বুক করেন রাখেন।কিন্তু গাড়ি ছাড়ার নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট পর তারা দুজনে একটি বস্তা নিয়ে আসায় তাদের কাছে বস্তা গাড়িতে তোলা বাবদ হেলপার তিনশত টাকা দাবি করেন।তারা এক কথায় তিনশত টাকা দিতে রাজি হয়ে বস্তা দ্রুত গাড়িতে তুলতে বলায় এতে তাদের সন্দেহ হলে বস্তা খুলে চালের সাথে ফে'ন্সিডিল দেখতে পেয়ে তারা আসাদুলকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।পরে পুলিশ এসে আসাদুলকে ফেন্সিডিলসহ আটক করে থানায় নেন।
ডিমলা থানার ওসি(তদন্ত)বিশ্বদেব রায় বলেন, আটককৃত ব্যক্তির নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নম্বর-১৪,তারিখ-২১/২/২০২২ইং দায়ের করে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube