ক্রাইম পেট্রোল ডেস্কঃ
ফরিদপুরের ভাঙ্গায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শুক্রবার রাত ১১টার দিকে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী জাকির হোসেন।
বৃহস্পতিবার বিকালে ভাঙ্গা খুলনা মহাসড়কের উপজেলার খাড়াকান্দি এলাকায় এ ছি'নতাইয়ের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পেঁয়াজ ব্যবসায়ী জাকির হোসেন ভাঙ্গা বাজারের দুটি ব্যাংক থেকে ৯ লাখ ৭৯ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা নিয়ে তিনি একটি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে খাড়াকান্দি এলাকায় পৌঁছালে একটি প্রাইভেটকার অটোরিকশাকে চাপা দিয়ে অঃস্ত্রের ভ'য় দেখিয়ে চার যুবক পথ রোধ করেন।
এসময় তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে তল্লাশির নামে জোর করে ওই ব্যবসায়ীকে প্রাইভেটকারে তোলেন। পরে তার চোখ বেঁ'ধে টাকার ব্যাগ ও একটি মোবাইল ছি'নিয়ে নিয়ে রাগদি ইউনিয়ন পরিষদের সামনে ফেলে পালিয়ে যায় তারা।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মো. জিয়ারুল ইসলাম জানান, 'এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এরপর পুলিশ মাঠে কাজ করেছে।'
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া জানান, 'এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আমরা দ্রুত সময়ে চক্রটিকে ধরতে সক্ষম হব।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।