মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, পাটকল শ্রমিক নেতা রুহুল আমিনসহ আটকদের মুক্তি, কারাগারে লেখক মুস্তাকের মৃত্যুর বিভাগীয় তদন্ত ও বিচারের দাবিতে ৬ মার্চ শনিবার সকাল ১১.৩০ মিনিটে "নিপীড়নের বিরুদ্ধে রংপুর" এর উদ্যোগে স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন রাষ্ট্রচিন্তা'র সদস্য রায়হান কবীর,জনগ্রামী পার্টির সংগঠক সালাউদ্দিন বাবু,গণসংহতির আন্দোলনের প্রত্যয়ী মিজান,বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক হানিফ খাঁন সজীব,নিপীড়ন বিরোধী নারীমঞ্চের আহবায়ক নন্দিনী দাস,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গঠন প্রক্রিয়া'র সদস্য জুবায়ের আলম জাহাজী প্রমুখ। বক্তারা,জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে পুলিশী বাধা উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে শেষ হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।