ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখকে হত্যার হুমকি দিয়েছেন একজন ঠিকাদার। জীবনের নিরাপত্তা চেয়ে নির্বাহী প্রকৌশলী থানায় জিডি করেছেন। ঝিনাইদহ সদর থানার জিডি নাম্বার ১৪১৭।
জিডি সুত্রে জানা যায়, বুধবার বেলা ১টার দিকে ঢাকার তাজিম এন্টারক্রাইজ এন্ড ইউনিক কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের সাব কনট্রাকটর সাইফুল ইসলাম টিপু ওরফে টিপু সুলতান কাজ না করে অগ্রীম এক কোটি টাকার বিল দাবি করেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী প্রত্যায়ন পত্র ছাড়া বিল প্রদানের কোন নিয়ম নেই জানালে ক্ষিপ্ত হয়ে টিপু সুলতান গালিগালাজ ও প্রাণ নাশের হুমকি দেয়। ঘটনাটি ঝিনাইদহের পুলিশ সুপারকে অবহিত করার পরে জীবনের নিরাপত্তা চেয়ে সদর থানায় সাধারণ ডায়েরী করেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
নির্বাহী প্রকৌশলী মোঃ কায়সার ইবনে সাঈখ বলেন, জিডি করার কারণে ঢাকায় অবস্থানরত পরিবার পরিজনদের ট্রাক চাপা দিয়ে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে ওই সাব কনট্রাকটর। একারণে তিনি এখন বর্তমানে চরম আতঙ্কে রয়েছেন।
হুমকীর বিষয়ে সাব কনট্রাকটর টিপু সুলতান অভিযোগ অস্বীকার করে বলেন, অর্থ লেনদেন নিয়ে নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আগে থেকেই মন দ্বন্দ্ব চলে আসছিল। ঘটনার দিন কথা কাটাকাটি হয়েছে, আমি তাকে হত্যার হুমকি দেয়নি ।
জানা গেছে, ঝিনাইদহ সদর হাসপাতাল ১০০ শয্যা থেকে ২৫০ শয্যার উন্নিত করণ প্রকল্পের ৮ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ২০১৮ সালের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ২০১৯ সালের ডিসেম্বর করা হয়েছে। শুরুতেই কাজের মান নিয়ে অভিযোগ করা হয়েছে। অথচ স্থানীয় গণপূর্ত বিভাগের পক্ষ থেকে অভিযোগ আমলে নেওয়া হয়নি। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয় ৩৭ কোটি ২৩ লাখ টাকা। সময় বৃদ্ধির পাশাপাশি আরো ৩ কোটি ৫০ লাখ টাকা বাড়িয়ে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৫০ লাখ টাকা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।