ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার ঠাকুর গাঁও জেলার হরিপুর উপজেলার কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এসব কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
হরিপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি অধিদপ্তরের অধীনে রংপুর বিভাগের কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এসব যন্ত্রপাতি বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম সাত্তার, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নগেন কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মারুফ হোসেন ও সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে হরিপুর উপজেলার কৃষক - কৃষাণীদের নিয়ে গঠিত ৫৪টি গ্রুপের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। এসব যন্ত্রের মধ্যে ছিল - পাওয়ার থেসার ৩৮ টি, রিপার ১০ টি, পাওয়ার স্প্রেয়ার ১০ টি সহ মোট ৯৮ টি কৃষি যন্ত্র ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, হরিপুরে মোট ৫৪ টি গ্রুপ রয়েছে। যোগ্যতার ভিত্তিতে এসব গ্রুপকে কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।