প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৬:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২১, ১১:১৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানীদের আর্থিক সহায়তা দিলেন ডিসি

ঠাকুরগাঁও প্রতিনিধি>> আজ রবিবার , ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ১১টি দোকান মালিক ও রাতোর ইউনিয়নের ১টি বাড়ী পুড়ে যাওয়া মোট ১২জনকে ২ বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। এ সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন - রানীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার অাজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান নাইন কবির স্টিভ, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, পিআইও স্যামুয়েল মার্ডি, ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ, অত্র ইউনিয়েনর চেয়ারম্যান এনামুল হক, রাতোর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম ও সাবাদিকবৃন্দ।
জানা যায়, গত ২৭ মার্চ রাতে নেকমরদ চৌরাস্তার পশ্চিম অংশে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ১১টি দোকান ঘর পুড়ে যায়, এবং একই রাতে উপজেলার রাতোর ইউনিয়নের ১টি বাড়িতে আগুন লেগে দোকান ও বাড়ির ব্যাপক ক্ষতি হয়। ক্ষতিগ্রস্তদের আজ সকালে নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অানুষ্ঠানিকভাবে জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube