মো. সাইফুল্লাহ খাঁন, জেলাপ্রতিনিধি, রংপুর : আসন্ন শীতে করোনা মহামারির প্রকোপ আরও বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঠাকুরগাঁও জেলা হিমালয় পাশ্ববর্তী অঞ্চল হওয়ায় ঘন কুয়াশা ও ঠান্ডায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা নেই। তাই দেশব্যাপী এসব হতদরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ ২৪ নভেম্বর মঙ্গলবার বিকাল ৩ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ব্র্যাক এনজিওর আয়োজনে ১নং পাড়িয়া ইউনিয়ন পরিষদের মেসনী গ্রাম সামাজিক শক্তি কমিটি কর্তৃক বয়স্ক, বিধবা, হতদরিদ্র ও অসহায়দের মাঝে দুইশত কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আঞ্চলিক ব্যবস্থাপক নূর ইসলাম, রুহুল আমিন-ডিএমটি (এজি এন্ড এসএফ), পাড়িয়া স্কুলের প্রধান শিক্ষক ফজলু রহমান, লাহিড়ী শাখা অফিসের শাখা ব্যবস্থপক এসএম মাহাবুব হাসান, নাজমুল আহসানসহ মেসনী গ্রাম সামজিক শক্তি কমিটির সকল সদস্য ও লাহিড়ী শাখা অফিসের কর্মীবৃন্দ। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে থেকে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে স্থানীয়দের উদ্দেশ্যে সরকারি সকল নির্দেশনা মেনে চলার জন্য সচেতনতামূলক বক্তব্য প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।