ক্রাইম পেট্রোল ডেস্ক।।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। রোববার (২৭ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রবল বাতাসের কারণে অধিকাংশ ঘর খড়ের ছাউনি ও টিনশেড হওয়ার দরুন মুহূর্তেই আ*গুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় এলাকাবাসীসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৮টি ছাগল, ২৫ বস্তা সিমেন্ট, আসবাবপত্র, খাদ্যশস্য ও নগদ অর্থসহ মোট ক্ষতির পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষাধিক টাকা। বর্তমানে নারী, শিশু এবং বৃদ্ধরা মানবেতর জীবনযাপন করছেন।
এলাকাবাসী জানান, কয়েলের আগুন থেকে অথবা রান্নার চুলা থেকেও আগুন লাগতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খাইরুল ইসলাম। তিনি বলেন, 'ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে এবং সরকারি সহায়তা পৌঁছে দেয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।