ক্রাইম পেট্রোল ডেস্ক:
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২১টি মামলা ও ৩৬ হাজার টাকা জরিমানা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ।
আজ মঙ্গলবার কেএমপির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েণ্টে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২১ টি মামলা করেছে কেএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে গাড়ি ডাম্পিং ও গাড়ি রেকার করা হয়েছে। একই সাথে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিভিন্ন অপরাধে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রবিবার (০১ অক্টোবর ২০২৪ খ্রি.) কেএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করা হয়। খুলনা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কেএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।