ক্রাইম পেট্রোল ডেস্ক:
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর টমটমচালক মোস্তাক মিয়াকে অ'পহরণের পর হ'ত্যার পর ২৩ দিন শ্বাসরুদ্ধকর অভিযানে পরিচালনা করে এ ঘটনার পরিকল্পনাকারীসহ ৬ জনকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন হ'ত্যাকাণ্ডের মূল হোতা মো. আব্দুর রহিম (১৯), আব্দুল আমিন প্রকাশ পুতিয়া (১৬), ওমর ফারুক (২৪), ফরিদ আহমদ (৫০), সাদেকুর রহমান (২১) ও নুরুল আমিন (৪৩)। গ্রেফতার হওয়া ব্যক্তিরা সবাই উখিয়া-টেকনাফ ও নাইক্ষ্যংছড়ির বাসিন্দা।
রোববার (৫ মে২০২৪ খ্রি.) দুপুর ৩টার দিকে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, গত ৩ মার্চ টেকনাফ পৌর সভার খায়ুকখালী খালে টমটমচালক মোস্তাক মিয়ার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় মাটিভর্তি ভারী বস্তা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে। নিহত টমটমচালক সাবরাং ইউনিয়নে কাটাবনিয়া এলাকার নুরুজ্জামানের ছেলে। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে চাঞ্চল্যকর এ হ'ত্যার রহস্য উদ্ঘাটনে কাজ শুরু করি। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উখিয়া-টেকনাফ বান্দরবান এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ওই মামলার পরিকল্পনাকারীসহ জড়িত ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
জিজ্ঞাসাবাদে জানা গেছে , তারা সবাই আন্তঃজেলা টমটম ছি'নতাই চক্রের সদস্য। এ চক্র এর আগেও রামু, কক্সবাজার সদর, উখিয়া, টেকনাফ থেকে একাধিক টমটম ছিনতাই করে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন টমটম চালকের কাছে বিক্রয় করেছেন। আন্তঃজেলা টমটম ছি'নতাইকারী এ দলটি যাত্রী সেজে টমটম চালকদের টার্গেট করে এসব কাজ করেন।
নিহত টমটম চালকের ভাই মোজাহার মিয়া বলেন, 'আমাদের পরিবার পুলিশ বাহিনীর প্রতি কৃতজ্ঞ। এতে আশপাশের মানুষ ভরসা পেয়েছে।'
টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, 'গ্রেফতারের পর তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। সেখানে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা মোস্তাক হ'ত্যার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।