ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কক্সবাজার জেরার টেকনাফ থানাধীন জাদিমুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ই'য়াবা ট্যাবলেটসহ আব্দুল মজিদ (২২) নামে এক মা'দক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ জাদিমুরা বাজারের ঘুমতলী হযরত আবুবক্কর ছিদ্দিক (রাঃ) জামে মসজিদ এর সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মা'দক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে ধৃত ব্যক্তির নিকট থেকে ১০ হাজার পিস ই'য়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায় তার পরিচয় উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এম/১৮, ক্যাম্প-১৮, এফসিএন-২৭৪০৩৫ এর বাসিন্দা নাগু মিয়ার ছেলে আব্দুল মজিদ (২২)।
জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, বর্ণিত ব্যক্তি উদ্ধারকৃত ই'য়াবা ট্যাবলেটসমুহ অ'বৈধভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশে তার নিজ হেফাজতে রেখেছিল। আজ উপরোল্লিখিত ই'য়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে গ্রেফতার হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।