অনলাইন ডেস্কঃ কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সালমান শাহ গ্রুপের সর্দার ডাকাত সালমান শাহ ওরফে শহিদুল ইসলামকে (১৮) গ্রেফতার করেছে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশ।গ্রেফতার সালমান শাহ উপজেলার নীলা ইউনিয়নের দক্ষিণ লেদা গ্রামের সোনা মিয়া ছেলে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টায় টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত নিয়োজিত এপিবিএন পুলিশের ইনচার্জ রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সালমান শাহ এর বসত ঘরে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় দু’টি অস্ত্র ও চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক হেমায়তুল ইসলাম জানান, গ্রেফতার ডাকাত সর্দারকে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।