মো. আক্তার হোসেন, বিশেষ প্রতিনিধি>>
করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের। মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। বুধবার গত চব্বিশ ঘণ্টায় উপজেলায় ২৯ জনের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৮ এর কাছাকাছি এবং গত ৪৮ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়।
গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে তিনিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা গ্রহণ করে হোমনায় কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন করেছিলেন। করোনা আক্রান্ত হওয়ার আগে ফ্রন্টলাইনের করোনাযোদ্ধা খ্যাত ডাক্তার ছালাম সিকদার প্রশাসনিক সকল দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কক্ষে বসে প্রতিদিন সকাল থেকে গড়ে ১০০/১৫০, তার ওপরেও রোগী দেখেছেন।
ডা. ছালাম সিকদার ৭ ফেব্রুয়ারি টিকা গ্রহণের পর যথারীতি ২ মাস বিরতিতে ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করেছিলেন। দ্বিতীয় ডোজ গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন তিনি। টিকা গ্রহণ করেও ডাক্তারের করোনা আক্রান্তের খবরে অনেকের মাঝেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।
ডাক্তার ছালাম সিকদার সর্বশেষ ৫ জুলই সোমবার বেলা তিনটার দিকে হাসপাতালে রোগী দেখা শেষ করে এবং প্রশাসনিক দায়িত্ব পালনকালে কিছুটা জ্বরজ্বরভাবসহ অস্বস্তি বোধ করতে থাকেন। পরে বাসায় চলে যান। এরই মধ্যে শরীর ম্যাজম্যাজে ও খুঁচখুঁচে কাঁশি দেখা দিলে মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।
ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘প্রথম ডোজ নিয়েছিলাম ০৭ ফেব্রুয়ারি ২১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছিলাম ০৮ এপ্রিল ২১ইং তারিখে। বর্তমানে শরীর ব্যথা, সামান্য জ্বর, মাথাব্যথা, প্রচন্ড- দুর্বলতা, আর নাকে কোনো গন্ধ পাচ্ছি না। দোয়া করবেন।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে মোট ২১১৫ জনের। এদের মধ্যে ৩৯২ জন করোনা পজিটিভ, সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৩৯ জন। উপজেলার ৮৮৪৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫৮৯৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।