ক্রাইম পেট্রোল ডেস্কঃ টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল এর বিশেষ অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর থানার কাজীপুর সাকিনস্থ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, টাঙ্গাইল সদর থানা, টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন এর নের্তৃত্বে এসআই(নিঃ)/ প্রতিমা রানী তরফদার সঙ্গীয় এএসআই(নিঃ)/ মোঃ মফিজুল ইসলাম, কং/১১৯১ মোঃ আসাদুজ্জামান’গনদের নিয়া মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ২৩/০৯/২০২০ ইং তারিখ বিকাল অনুমান ১৭.৪৫ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন কাজীপুর সাকিনস্থ ধৃত আসামী মোঃ আঃ সাত্তার (৩৮), পিতা-মোঃ শুকুর মাহমুদ এর পূর্ব দুয়ারী চৌচালা টিনের বসত ঘরের ভিতর খাটের নিচ হইতে ১০০ ফেন্সিডিল উদ্ধার (যার আনুমানিক মূল্য= ৫০,০০০/- টাকা) ও ফেনসিডিল বিক্রয়ের নগদ- ৪৫,০০০/- টাকাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করতঃ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।