দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
টাঙ্গাইলে পৃথক সড়ক দু'র্ঘটনায় মামা-ভাগনেসহ তিনজন নি'হত হয়েছেন। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সকালে সখীপুর উপজেলার বাটাজোর সড়কের পাথার পুরাতন বাজার এলাকায় ও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় দু'র্ঘটনা দুটি ঘটে।
নি'হতদের মধ্যে উপজেলার ইছাপুর এলাকার ওয়াহেদ আলীর ছেলে মো. মাছুদ (২৫) ও একই গ্রামের আ. সালামের ছেলে সাকিবের (২০) পরিচয় মিলেছে।
সখীপুর থানার এসআই মো. মনির বলেন, 'তারা সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে বাটাজোড় বাজারে নিজেদের দোকানে যাচ্ছিলেন। পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধা'ক্কা দেয়। ঘটনাস্থলেই দুজন মা'রা যান। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আ'টক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ম'রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা সেবা লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপর দিকে এলেঙ্গা থেকে মোটরসাইকেলযোগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি বঙ্গবন্ধু সেতুর দিকে যাচ্ছিলেন। এ সময় বাসটি মোটরসাইকেলটিকে চা'পা দেয়। ঘটনাস্থলেই আরোহী মা'রা যান।'
তিনি আরও বলেন, 'নি'হতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পেলে আইনি প্রক্রিয়া শেষে ম'রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আ'টক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।