ক্রাইম পেট্রোল ডেস্ক : টাঙ্গাইলের গোপালপুরে চিকিৎসাসেবা নিতে এসে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে মরিয়ম বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে শহরের পোস্ট অফিস সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম পৌরসভার তামাকপট্রি এলাকার ইউসুফ আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরিয়ম বেগম স্থানীয় ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করে বাসায় ফিরছিলেন। পথে ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে চাকায় পিষ্ট হন।
স্থানীয়রা আহতাবস্থায় তাকে গোপালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।