আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ মুজিববর্ষে" আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এ শ্লোগানকে সামনে রেখে মধুপুরে গৃহহীন ও ভূমিহীন ৬২ টি পরিবার পেল ঘর হিসেবে প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মধুপুর উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপহার হস্তান্তর করেন। সারা বাংলাদেশে ৬৬ হাজার ৯ শত ৮৯ পরিবারকে ভূমি ও একক গৃহ প্রদানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ৬২ টি পরিবারের মধ্যে ২ শতক করে জমি রেজিস্ট্রিকৃত কবুলিয়ত নামজারীকৃত খতিয়ান,ডিসিআরসহ ঘর প্রদান করা হয়। প্রথম পর্ষায়ে ২২টি পরিবারের মাঝে জমির কাগজ পত্র ও চাবি হস্তান্তর করেন যথাক্রমে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু , মধুপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাছির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম, এ, করিম, সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা সহ মধুপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।এসময় উপস্হিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন ককর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, জমি ও গৃহপ্রাপ্ত পরিবারগুলো। উপজেলা পরিষদের নব নির্মিত কনফারেন্স হল রুমে শনিবার(২৩ জানুয়ারী) সকাল ১০ঘটিকায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি সংযুক্ত হয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।