মোঃ মেহেদী হাসান ফারুক, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চৌরাস্তা নামক স্থান থেকে আজিজুল ( ২৮) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নাগরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই আলমগীর এর নেতৃত্বে সংগীয় ফোর্স এএসআই রাসেল, আমজাদ ও আতিক উপজেলার চৌরাস্তা নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী আজিজুলকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গতকাল (২৫ জানুয়ারি ২০২০খ্রি.) রাত সাড়ে ৮ টায় গ্রেফতার করে।
এ ব্যাপারে নাগরপুর থানার অফিসার ইন চার্জ ওসি মোঃ আলম চাঁদ বলেন, আজিজুল দীর্ঘদিন যাবৎ নাগরপুরে মাদক ব্যবসা করে আসছিল, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল এসআই আলমগীর এর নেতৃত্বে উপজেলার চৌরাস্তা নামক স্থান থেকে মাদক ব্যবসায়ী আজিজুলকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করতে সক্ষম হয়। নাগরপুর থানায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে তাকে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।