ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমুহের মধ্যে ২০১৮-১৯ অর্থ বছরের ১৩ লক্ষ ৬০হাজার টাকার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, এনডিসি আবু সালেহ মো. হাসনাত , সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ শেখ, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম ,মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, কালিগন্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম,হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন ইসলাম, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া খাতুন,মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী মঞ্জুশ্রী রায়,ডেসা নির্বাহী পরিচালক নাজমা পারভীন, নারী ফেডারেশনের সভানেত্রী নাসরিন সুলতানা প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন ও অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রদীপ সাহা,প্রশিক্ষক ফৌজিয়া হক জুই,ইব্রাহিম হোসেন,এসএম সোহেল রানা,শিললুর রহমান,প্রদীপ সাহা প্রমুখ।আলোচনা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ অতিথি হিসেবে ৩টি ক্যাটাগরি তে ৭৫টি সমিতির সভাপতি ও সম্পাদিকার কাছে ১৩ লক্ষাধিক টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।