জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা জুড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নারী-পুরুষসহ ৩২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-আরিফুল ইসলাম ও পাপিয়া। এর আগে ৬০ জন রোগী শনাক্ত করা হয়েছিল। বাকি ২৮ জনকে সদর হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গত এক সপ্তাহে ঝিনাইদহ পৌর এলাকাসহ, হরিনাকুন্ডু, শৈলকুপা ও কোটচাঁদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তার মধ্যে মহেশপুর থানার এএসআই মোহন-অর রশিদসহ বর্তমানে ৩২ জন সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকির হোসেন জানান, ডেঙ্গু আক্রান্ত দুই রোগী আশঙ্কাজনক, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে।
এদিকে রোগীর স্বজনেরা অভিযোগ করেছেন, হাসপাতালে জায়গা না থাকার কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বাইরের বিভিন্ন ক্লিনিকে রক্ত পরীক্ষার টাকা বেশি নেওয়ারও অভিযোগ করেছেন। এ ছাড়াও ডেঙ্গুর শনাক্তকরণের কিট পর্যাপ্ত সরবরাহ না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।