ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদের নির্বাচনী কার্যালয় ভাংচুর করার অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের আশারমোড়ে এ ঘটনা ঘটে।
স্বতন্ত্র প্রার্থী জে এম রশিদুল আলম রশিদ অভিযোগ করেন, আশারমোড়ে তার একটি নির্বাচনী কার্যালয় রয়েছে। সোমবার দুপুরে নৌকা প্রতিকের সমর্থক কুমড়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি সামসুল হক ২০/২৫ টি মোটরসাইকেল যোগে এসে নির্বাচনী কার্যালয় ভাংচুর করে। এসময় তারা দোয়াত-কলম মার্কার পোস্টার ছিড়ে ফেলে ও কার্যালয়ে থাকা চেয়ার ভাংচুর করে চলে যায়। অভিযুক্ত সামসুল হকের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।