ঝিনাইদহ প্রতিনিধি :
করোনা ভাইরাস কিছু-ই মনে করছেন না শহরে মার্কেটে আসা লোকজন। স্বাস্থ্যবিধি মানছেন না বেশকিছু দোকান মালিক। এ পরিস্থিতিতে ১৬ই মে শনিবার ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম এর নির্দেশে সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান শহরের দুটি মার্কেটে অভিযান চালান। সেসময় ভ্রাম্যমাণ আদালতে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারী ৩ টি দোকানে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, ৬ টি দোকানে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা, ১টি দোকানে ৩ হাজার টাকা, ১ টি দোকানে ১ হাজার টাকা ও মাস্কবিহীন ২ জন কে ৫ শ’ টাকা করে মোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় । ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাত। এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।