ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ শহরে প্রকাশ্যে ফারুক হোসেন নামে এক যুবককে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তারা। তিনি ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের বাগুাটিয়া গ্রামের মোবাশ্বের মুন্সির ছেলে। মঙ্গলবার বিকাল তিনটার দিকে শহরের এপেক্স শোরুমের সামনে এই ঘটনা ঘটে। হামলায় ফারুকের ভুড়ি বের হয়ে গেছে। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন জোয়ারদার জানান, ফারুক বিদেশে ছিল। সে খারাপ ছেলে না এটা জানি। হয়তো টাকা লেনদেন নিয়ে তার ওপর হামলা হতে পারে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, ফারুকের ওপর হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। এলাকাভিত্তিক কোন ঝামেলার কারণে ফারুকের ওপর হামলা হতে পারে। এজাহার দিলে তিনি দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনবেন বলেও জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।