জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে পচা ও বাসি খাবার রাখার অপরাধে দুটি বেকারিতে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের আলিফ ও রিমা বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, শহরের গীতাঞ্জলি সড়কের পুরাতন ছবি ঘর সংলগ্ন আলিফ ও রিমা বেকারিতে দীর্ঘদিন ধরে পচা ও বাসি খাবার তৈরি করে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে রিমা বেকারিকে ২০ হাজার ও আলিফ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেসময় সিপিসি ২ ও র্যাব-৬ এর সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।