ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহে নলকূপের গোড়া থেকে রহস্যজনক বুদবুদ উঠছে গত ৫ দিন ধরে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঝিনাইদহ জেলার সদর উপজেলার বিষয়খালী মাঠের পাশে গড়ে উঠেছে সাদমান এগ্রো ফুড লিমিটেড কারখানা। সেখানে তারা একটি টিউবওয়েল বসানোর উদ্যোগ নেয় গত ৫ দিন আগে। ২৩০ ফুট গভীর হওয়ার পর থেকেই পাইপ দিয়ে পানির সাথে বের হতে থাকে বুদবুদ। এ নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। শতশত মানুষ দেখতে আসছে।
এলাকাবাসী জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাস। তবে আগুন জালানোর চেষ্টা করে যাচ্ছে এখানকার কাজের শ্রমিকরা। তবে আগুন পাওয়া যায়নি বলে জানা গেছে।
নলকূপের পাশে কোয়ার্টারে কাজ করা এক নির্মাণ শ্রমিক বলেন, গ্যাসের গতি থামাতে টিউবওয়েলের গোড়ায় ঢালাই করে দেয়া হয়। এরপরও সেখান থেকে অনবরত বুদবুদ বের হচ্ছে।
এ ব্যাপারে ঝিনাইদহ ফায়ার স্টেশন অফিসার দিলিপ কুমার বলেন, আমাদের একটি টিম সরেজমিনে পরিদর্শন করেছে এলাকটি। তবে বার বার চেষ্টা করেও আমরা আগুন জ্বালাতে সক্ষম হইনি। তবে বিষয়টা আরও ক্ষতিয়ে দেখার কথা বলেন তিনি। আরও কয়েকটা দিন গেলে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারবেন বলে তিনি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।