ঝিনাইদহ প্রতিনিধিঃ
হারিয়ে যাওয়া শিশু মো. রিয়াজ (১৩)কে উদ্ধার করলো ঝিনাইদহ সদর থানা পুলিশ। রিয়াজ ভূপতিপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। ৮ অক্টোবর সকাল অনুমান ৯ টায় সময় তার ছোট ভাইকে ভূপতিপুর গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য নিজ বাড়ী হতে রওনা হয়। রিয়াজ তার ছোট ভাইকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আর বাড়ীতে ফিরে আসে নি। ঘটনার বিষয় রিয়াজের পিতা মো. মতিয়ার রহমান ঝিনাইদহ সদর থানায় সাধারণ ডায়েরী করেন। সাধারণ ডায়েরী করার পর ঝিনাইদহ সদর থানা পুলিশের ব্যাপক তৎপরতায় মঙ্গলবার ঝিনাইদহ থানাধীন বিষয়খালী বাজার হতে রিয়াজকে উদ্ধার করা হয়। বুধবার উদ্ধার করা রিয়াজকে তার পিতার নিকট বুঝিয়ে দিয়েছেন মো. মিজানুর রহমান,অফিসার ইনচার্জ,ঝিনাইদহ সদর থানা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।