জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ! আর মাত্র ক’দিন পরেই পাকা ধান ঘরে উঠবে। কিন্তু কৃষকের সেই স্বপ্ন এখন সর্বস্বান্ত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে টানা বৃষ্টি ও বাতাসে জেলার সব কয়টি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ধান গাছ পড়ে পানিতে তলিয়ে গেছে। কালীগঞ্জ উপজেলার ফয়লা, ঘোষনগর, শ্রীরামপুর, আলাইপুর, নরেন্দ্রপুর, কোলা, দামোদারপুরসহ বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, মাঠের পর মাঠ পাকা ধান গাছ পড়ে পানিতে ডুবে গেছে।
কালীগঞ্জ কৃষি অফিস সুত্রে জানা গেছে, এ বছর আমন মৌসুমে ১৮ হাজার ৫’শ ৫০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল। আর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল ৭৫ হাজার মেট্রিক টন।
উপজেলার ফয়লা গ্রামের কৃষক ছানারদ্দিন জানান, এবার তিনি ১০ বিঘা জমিতে ধান চাষ করেছিলেন। ধানের ফলনও খুব ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে তার সব ধান পড়ে পানিতে ডুবে গেছে। যেমন আশা করেছিলেন তেমন ফসল ঘরে তুলতে পারবেন না।
ঘোষনগর গ্রামের বাদল হোসেন বলেন, আমার দেড় বিঘা জমির সব ধান পড়ে পানিতে তলিয়ে গেছে। এই ধান চাষ দিয়েই আমার সংসার চলে। কিন্তু ভালো ফলন পাবেন না বলে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।
আলাইপুর গ্রামের কৃষক মসলেম উদ্দিন বলেন, ধান সব পেকে গেছে। দু’এক দিনের মধ্যেই কাটা শুরু হবে। কিন্তু হঠাৎ এই বৃষ্টিতে বেশ ক্ষতি হয়ে গেল। আবার সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি আর ঝড়ো বাতাসে অধিকাংশ ধান ক্ষেতে মাটিতে শুয়ে গেছে। মাঠের পর মাঠ পাকা ধানের ক্ষেত মাটিতে পড়ে রয়েছে। এসব দেখে কৃষকরা হতাশ হয়ে পড়ছে। কৃষকরা বলছে পাকা ধান পানির ওপরে পড়ে থাকলে ধানের শিষ বের হয়ে যাবে। আবার চিটে ও হবে বেশি হারে। যে কারণে কৃষকরা বলছেন ধানের এবার ব্যাপক ক্ষতি হল। একদিকে পোকার আক্রমণ, অন্যদিকে হল বুলবুলের ঝড় ও পানির কারণে। পাশাপাশি লাউ, শিম, মূলা, ফুলকপিসহ অন্যান্য সবজি ক্ষেত ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ঠিক কি পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস।
কালীগঞ্জ উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা জাহিদুল করিম বলেন, উপজেলার অনেক মাঠের ধান পড়ে গেছে। এতে বেশি সমস্যা হবে না। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকবে। ধান সব পাকা। সুতরাং পানিতে পড়ে গেলেও তেমন ক্ষতি কৃষকদের হবে না।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।