ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাইরুল ইসলাম, সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আব্বাস ও জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম বাকীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃহস্পতিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পায়রা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এসময় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আহসান হাবীব রানা, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, কেসি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিপন, পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুল ইসলাম টিটন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পঞ্চরেশ পোদ্দার, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অমিয় মজুমদার অপু, সহ-সভাপতি এম এ জলিল, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, সাবেক ছাত্রলীগ নেতা খাইরুল ইসলাম, আব্দুল্লাহ আব্বাস ও আওয়ামী লীগ নেতা নাজমুল আলম বাকীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।