জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলাজুড়ে পুরাদমে চলছে পাটা কাটার কার্যক্রম। চাষিরা ভাল ফলন আশা করছে এবার। প্রতি মন পাট ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত দরে কেনা-বেচা হচ্ছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় এ দামে খুশি নয় চাষি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, ঝিনাইদহ জেলা অন্যতম পাট উৎপাদনকারি এলাকা। চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ২২ হাজার ৮৬০ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে।
শৈলকুপা উপজেলার পাট চাষি ইসলাম মন্ডল জানান, মৌসুমের শুরুতে খরার কারণে পাট চাষ ব্যাহত হয়। সেচ দিয়ে চাষ করতে হয়। এতে খরচ বেশি হয়।
কোটচাঁদপুরের পাট চাষী আব্দুস সোবাহান জানান, সঠিক সময়ে এবার বৃষ্টি হয়নি। পরে বৃষ্টি হলে পাটের অবস্থা ভাল ছিল। কাটা শুরু হলে বৃষ্টির অভাবে খাল বিলে পানি জমে না। পাট জাগ দেওয়া নিয়ে সমস্যায় পড়ে চাষিরা। পাট কেটে দূরবর্তী নদী বা পুকুরে নিয়ে জাগ দিতে পরিবহণ খরচ বেশি পড়ে।
জেলার পাট বাজার ঘুরে দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে ভাল পাট হয়েছে শৈলকুপা উপজেলাতে। মাস খানেক আগে নতুন পাট উঠার পর প্রতি মন ৩ হাজার ২০০ টাকা থেকে সাড়ে ৩ হাজার টাকা মন দরে কেনা-বেচা হয়। বর্তমানে হাট বাজারগুলোতে পাটের আমদানি বেড়েছে। দামও কমে গেছে। প্রতি মন ২ হাজার ৩০০ টাকা থেকে ২ হাজার ৬০০ টাকা দরে কেনা-বেচা চলছে। লকডাউনের কারণে বাজারে ক্রেতা কম। মিলগুলো এখনো পাট কেনা শুরু করেনি। স্থানীয় ব্যবসায়ীরা পাট কিনে মজুত করছে।
শৈলকুপা উপজেলা কৃষি অফিসার মোঃ আকরাম হোসেন জানান, পাটের ফলন ভাল হয়েছে। লকডউনের কারণে কেনাবেচা কম। দামও একটু কমে গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।