জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৭৫ বছর বৃদ্ধ’র বিরুদ্ধে তিন ফুট উচ্চতা বিশিষ্ট প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধ আটক করেছে ঝিনাইদহ সদর থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ঝিনাইদ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নেবুতলা গ্রামে।
জানা গেছে, সোমবার সকালে নেবুতলা গ্রামের সিদ্দিক মন্ডলের প্রতিবন্ধী মেয়ে জান্নাতুল (১৪) কে প্রতিবেশী রহিম (৭৫) নামে এক ব্যক্তি ধর্ষণ করেছে। এ সময় মেয়েটির পিতা আপত্তিকর অবস্থায় রহিমকে দেখে ফেলে। এনিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিষয়টি নিয়ে সিদ্দিক মন্ডল সাংবাদিকদের জানান, আমি গরিব মানুষ, পরের কাজ করে খাই। আমার মেয়ে প্রতিবন্ধী ও বামন সে কথা বলতে পারেনা। আমরা বাড়িতে কেউ না থাকায় মেয়ে জান্নাতুল ঘরে একা টিভি দেখছিল। সে সময় ফাঁকা বাড়ি পেয়ে প্রতিবেশী রহিম আমার মেয়েকে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।
এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধকে আটক করেছেন পুলিশ এমনটি জানিয়েছেন কাতলামারি পুলিশ ক্যাম্পের এ এস আই এনামুল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।