ঝিনাইদহ প্রতিনিধি >>
ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাইকোর্ট এর রায় অনুযায়ী বিক্রয় নিষিদ্ধ ৬ হাজার কেজি এসিআই কোম্পানীর প্যাকেটজাত লবণ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এসময় জব্দকৃত লবণ ধ্বংস করার পাশাপাশি শাহনাজ এন্টারপ্রাইজের মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শহরের ব্যাপারীপাড়া এলাকায় একটি বাড়িতে বিক্রয় নিষিদ্ধ এসিআই কোম্পানীর বিপুল পরিমাণ লবণ মজুদ করা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬ হাজার প্যাকেট লবণ জব্দ করা হয়। পরে তা ধ্বংস করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রতিষ্ঠান মালিক ফারুখ হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।