ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ জেলা শহরের বেশ কয়েকটি ওষুধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশি দামে ওষুধ বিক্রির অভিযোগে ৩ টি ফার্মেসীর মালিকের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল, জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক মো. নাজমুল হাসানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইরফানুর হক জানান, সরকারি নির্দেশনা না থাকলেও বেশ কিছুদিন ধরে লিফলেট টাঙিয়ে ঝিনাইদহের বিভিন্ন ফার্মেসীতে কমিশন বাদে এমআরপি রেটে ওষধ বিক্রি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিনটি ফার্মেসীর মালিককে জরিমানা করা হয়েছে। যাদের কাছ থেকে জরিমানা করা হয়েছে তারা হলেন, কেন্দ্রীয় বিসিডিএসের (ওষুধ ব্যবসায়ী সমিতি) পরিচালক আক্তার হোসেনের মালিকানাধীন আক্তার ফার্মেসী, মাসুদ ফার্মার মালিক মাসুদ ও তাজমহল ফার্মেসীর মালিক এরিন। অভিযানের খবর পেয়ে কেউ কেউ দোকান বন্ধ করে সটকে পড়েন। এছাড়াও ঝিনাইদহ সদর হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে ১২ টি ওষুধের দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক। বেশির ভাগ ফার্মেসীর মালিককে সতর্ক করা হয়েছে বলে জানান তিনি। বিশেষ একটি সূত্র জানায় অতি সম্প্রতি জেলার ওষুধ ব্যবসায়ীরা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সভা আহবান করে সরকার নির্ধারিত এমআরপি রেটে ওষুধ বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন। এর আগে শতকরা ৫ ভাগ কম দরে ওষুধ বিক্রি করে আসছিলেন তারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।