ঝিনাইদহ প্রতিনিধি>>
ঝিনাইদহের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবায় মানোন্নয়ন ও আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ‘করোনা স্কোয়াড’ নামের একটি সংগঠন। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, করোনা স্কোয়াডের সদস্য তানভীর আহমেদ অভি, জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি রুবেল পারভেজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইকরামুল হক লিকু, শাহিনুর রহমান লিটন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, জেলার হাসপাতালে আইসিইউ না থাকার কারণে করোনা ও অন্যান্য রোগে আক্রান্ত মুমূর্ষু রোগিদের বাইরে পাঠানো হচ্ছে। এজন্য বাড়ছে মৃত্যুহার। তাই বক্তারা, দ্রুত হাসপাতালের মানোন্নয়নসহ আইসিইউ স্থাপনের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।