জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহে হার্ডওয়ার ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যা মামলায় মিলন হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার জিয়ানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মিলন হোসেন কুবেরখালী গ্রামের বাবুল হোসেনের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জিয়ানগর এলাকা থেকে মিলনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুক্রবার রাতে কুবেরখালী গ্রামের মজনুর রহমানের ছেলে জামিরুল মিলনের সাথে বাড়ি ফিরছিল। পথে মাঠ এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় কলা গাছ ফেলে তার পথ রোধ করে। এ সময় দুর্বৃত্তরা গুলি করলে জামিরুলের মাঠায় ও বুকে লাগে। এতে তিনি ঘটনাস্থেলেই মারা যান। এ ঘটনার পর থেকেই চালক মিলন পলাতক ছিল। হত্যাকান্ডে সে জড়িত সন্দেহে নিহতের পরিবার থানায় মামলা দিলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।