ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহে সুবিধাবঞ্চিত ৫০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা আশা’র আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনাতনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এসময় আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তম কুমার ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন, সমাজ সেবা অফিসার রুবেল হাওলাদার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, আশার ইভিপি (প্রোগ্রাম) শাঁওলী ঝর্ণাসহ আশা এনজিও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন আশার কুষ্টিয়া বিভাগের এডিভএম এনামুল হক। অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন আশা ঝিনাইদহ সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার কাজী ফজলুল হক। আলোচনাসভা শেষে সুবিধা বঞ্চিত ৫০ জন এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষাথীর মাঝে সাড়ে ৫ লাখ টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।