জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহে ৪০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান করা হয়েছে। সোসাল ওয়েলফেয়ার ডেভোলেপমেন্ট প্রোগ্রাম (এসডাব্লুডিপি) এর উদ্যোগে বুধবার বিকালে শহরের ব্যাপারীপাড়ায় এসব সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে করোনা প্রতিরোধক সামগ্রী প্রদান করেন ঝিনাইদহ পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. জাহিদ আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. শহীদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওলিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোস্যাল ওয়েলফেয়ার ডেভোলেপমেন্ট প্রোগ্রাম (এসডাব্লুডিপি) এর নির্বাহী পরিচালক মো. শাহজাহান আলী। ৪০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে করোনা প্রতিরোধক সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সিভিট, বিভিন্ন প্রকার ওষুধ ও সাবানসহ বিভিন্ন প্রকার সামগ্রী প্রদান করা হয়। উল্লেখ্য, ইতোপূর্বে লক ডাউনের সময় চাল, ডাল ও তেলসহ বিভিন্ন খাবার সামগ্রী সুবিধাবঞ্চিতদের মাঝে প্রদান করে প্রতিষ্ঠানটি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।