জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহ-৪ কালীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, সদর হাসপাতালের নারী গাইনি বিশেষজ্ঞ, এক মেডিকেল অফিসার এবং কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের এক নার্স, কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১মেডিকেল অফিসারসহ আরোও ৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ৫মে মঙ্গলবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো ৩৫ টি নমুনার মধ্যে ৭টি পজিটিভ এসেছে। এ নিয়ে জেলায় সর্বমোট প্রাপ্ত ২৮০ টি নমুনার ফলাফলের মধ্যে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮ টি, এর মধ্যে চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের সদস্য রয়েছে ১৭ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, করোনা আক্রান্তদের শারীরিক অবস্থা এখন ভালো আছে। তাদেরকে বাড়িতে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।