ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রাম থেকে মঙ্গলবার মিরাজ (২০) নামে এক বাইসাইকেলচোর আটক হয়েছে। সাইকেল চুরি করে পালানোর সময় পাগলাকানাই ইউনিয়নের মেম্বার সুজন তাকে আটক করে। মিরাজ সদর উপজেলার পদ্মাকর গ্রামের আতিয়ার বিশ্বাসের ছেলে। তার সাথে হাটগোপালপুর এলঅকার পাইকপাড়া গ্রামের জামাল বক্সের ছেলে নুর ইসলাম ও চৌগাছার মিজান নামে আরো দুইজন ছিল বলে ধৃত মিরাজ জানায়।
সুজন মেম্বার জানান, মঙ্গলবার সকালে তার সাথে কথা বলার জন্য সোনালী ব্যাংকের সাবেক গার্ড আসেন। এ সময় তিনি তার বাইসাইকেলটি ঘরের সাথে হেলান দিয়ে রেখে আমার ঘরের মধ্যে বসেন। এ সময় আমার মেয়ে চিৎকার করে বলেন আব্বু সাইকেল চুরি করে নিয়ে গেল। সুজন সঙ্গে সঙ্গে মোটরসাইকেল নিয়ে দাবড়িয়ে সাইকেলচোর মিরাজকে ধরে ফেলে। ধরা পড়ার পর মিরাজ জানায়, সে আগে মোটরগাড়ির হেলপার ছিল। তার সাথে মিজান ও নুর ইসলাম নামে আরো দুইজন চোর আছে। মঙ্গলবার সকালে তারা তাকে মোটরসাইকেলে বানিয়াকান্দর গ্রামে রেখে যায়। মিরাজের ভাষ্যমতে তারা গ্রামে গ্রামে সেচের মটর, আলমসাধু ও বাইসাইকেল চুরি করে বেড়ায়। আটক মিরাজকে পুলিশের হাতে সোপর্দ করা হবে বলে সুজন মেম্বার জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।